fbpx

মারা গেলেন টিভি ডকুর অগ্রদূত মাইকেল অ্যাপটেড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারা গেলেন প্রখ্যাত ব্রিটিশ টেলিভিশন ডকু এবং চলচ্চিত্র নির্মাতা মাইকেল অ্যাপটেড। ১১ জানুয়ারি ৭৯ বছর বয়সে কর্মজীবনের অবসান হয় টেলিভিশন ডকুর অগ্রদূত কিংবদন্তি এই নির্মাতার।

শুধু পরিচালকের পরিচয় নয়, তিনি অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন হলিউডে।

১৪ জন শিশুর জীবনী নিয়ে তাঁর বিখ্যাত ডকু ‘সেভেন আপ’ এর জন্য তিনি সর্বাধিক স্মরণীয়। ডকুটি নির্মিত হয়েছিলো ১৯৬৪ সালে। এটি মূলত অ্যারিস্টটলের বিখ্যাত উদ্ধৃতি “গিভ মি এ চাইল্ড আনটিল হি ইজ সেভেন অ্যান্ড আই উইল শো ইউ দ্য ম্যান” অবলম্বনে নির্মিত।

‘কোল মিনার’স ডটার’, ‘গরিলাস ইন দ্যা মিস্ট’ এবং জেমস বন্ড সিরিজের ১৯ তম সিনেমা ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ সহ আরও বিখ্যাত সব সিনেমার নির্মাতা তিনি

Advertisement
Share.

Leave A Reply