fbpx

মালদ্বীপের কারাগারে বন্দি ৪৩ বাংলাদেশিকে ফেরানোর পথ খুলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে বন্দি ৪৩ বাংলাদেশিকে ফেরানোর পথ খুলছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের একটি চুক্তি হওয়ায় এ সম্ভাবনা বাস্তবায়িত হতে যাচ্ছে।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ চুক্তির মাধ্যমে বন্দিদের দেশের কারাগারে স্থানান্তর করা যাবে। একইভাবে বাংলাদেশের কারাগারে দেশটির কেউ বন্দি থাকলে সে দেশের কারাগারে স্থানান্তর করা যাবে।

তিনি আরো জানান, মালদ্বীপের কারাগারে ৪৩ দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি রয়েছেন। দেশটিতে ৪০ বাংলাদেশির বিচার চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে গেলে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply