fbpx

মালিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির সেগু অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় সেটির টায়ার পাংচার হলে, এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় বিপরীত দিক দিয়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর একদিন আগে (২ আগস্ট) আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হন। আর এ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

Advertisement
Share.

Leave A Reply