fbpx

মালয়েশিয়ায় ২০৪ বাংলাদেশি আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা অভিবাসীদের ওপর অভিযান চালিয়ে ৩২৮ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।

এদের মধ্যে বাংলাদেশি ২০৪ জন, ইন্দোনেশিয়ান ১০৮ জন, মিয়ানমারের ৯ জন, ভারতের ৪ জন এবং অন্যান্য দেশের ৩ জন নাগরিক রয়েছেন। এদের সবার বয়স ২২ থেকে ৬৩ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন।

শনিবার ভোর রাতে কুয়ালালামপুরে জালান ইম্বির একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ইসমাইল মোহাম্মদ সাইদ।

এর আগেও তারা অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন বলে জানান মন্ত্রী। এদেরকে অবিলম্বে মানবসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

তদন্তে তাদের বিরুদ্ধে অন্য কোম্পানিতে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে, নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply