fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

মাশরাফিকে টানছে জেমকন খুলনা !

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। পয়েন্ট তালিকায় সবার উপরে গাজী গ্রুপ চট্টগ্রাম। তারকায় ঠাঁসা দল জেমকন খুলনা ৩ নম্বরে। দ্বিতীয় রাউন্ডে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে মরিয়া রিয়াদ-সাকিবদের খুলনা। দেশ সেরা তারকা সাবেক ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে দলে নেয়ার আগ্রহের কথা বিসিবিকে জানিয়েছে দলটি।

তবে খুলনা কোন প্রক্রিয়ায় মাশরাফিকে দলে টানতে পারবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। একই সাথে মাশরাফির ফিটনেসের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সাধারণত, প্রতিটি স্কোয়াড সদস্যের ক্ষেত্রে যখন স্কোয়াডের কোন সদস্য ইনজুরিতে পড়বেন, তখনই কেবল অন্য ক্রিকেটার বাইরে থেকে দলে টানার সুযোগ থাকে।

মাশরাফির ক্ষেত্রে ব্যতিক্রম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে এবং নড়াইল এক্সপ্রেস আগ্রহী হলে স্কোয়াডে ইনজুরি সমস্যা না থাকলে সাবেক ক্যাপ্টেনকে দলে নিতে পারবে। ১৭জন সদস্যের স্কোয়াড নিয়ে টুর্নামেন্টের বাকী পথ পাড়ি দিতে কোন আইনী জটিলতায় পড়বে না মাশরাফিকে দলে টানা ফ্র্যাঞ্চাইজি।

জেমকন খুলনা ছাড়া অন্য কোন দল আগ্রহী না থাকলে দেশের সবচেয়ে জনপ্রিয় পেস বোলারকে হয়তো দেখা যাবে পরের ম্যাচ থেকেই।

১ ডিসেম্বর থেকে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা।

Advertisement
Share.

Leave A Reply