fbpx

মাশরাফী ফেরার ম্যাচে রক্ষা পেল না জেমকন খুলনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পয়েন্ট তালিকার মাথার দুই দলের উপর কোয়ালিফায়ার মিস করার চাপ নেই। শুধু জয় বাড়িয়ে নেয়ার তাড়না। কিন্তু দেশব্যাপি ক্রিকেট ভক্তদের একটা চাপতো ছিলই। সেটা মাশরাফি কেমন করে সেটা দেখার জন্য।

প্রায় নয় মাস পর মাঠের লড়াই মাশরাফী বিন মুর্ত্তজা। শুরু করেছেন ব্যাট হাতে, পড়েছেন এক রান করার পড়েই রান আউটে চক্করে । বল হাতেই মাশরাফিকে দেখতে চেয়েছিল ভক্তরা। সেখানে মন্দ হয়নি। চার ওভার বল করে ২৮ রান দিয়ে তুলেছেন একটি উইকেট।

পড়ে ভালো লাগবে ম্যাশ ভক্তদের। চার ওভার করা বাকি চার বোলারের মধ্যে তিনিই খরচ করেছেন সবচেয়ে কম রান। মাশরাফীর আটোসাঁটো বোলিং, ১৫৮ রানের টার্গেট ওসব পাত্তা পায়নি চট্টগ্রামের কাছে।

লিটনের দ্রুত বিদায় কিংবা সৌম্য সরকারের আগ্রাসী না হয়ে উঠাও জয়ে বাধা হতে পারেনি।শামসুর রহমান শুভ’র অপরাজিত ৪৫ রান খুলনার হার নিশ্চিত করেছে। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবি টপ গাজী গ্রুপ চট্টগ্রাম। হারলেও দুই নম্বর জায়গা ধরে রেখেছে জেমকন খুলনা।

Advertisement
Share.

Leave A Reply