fbpx

মিডিয়ার ছেলে-মেয়ে নির্বিশেষে সবার মধ্যে জেলাসি কাজ করে : পড়শী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কণ্ঠ দিয়েই তিনি জয় করেছেন দেশ। ছোটবেলাতেই সংগীত প্রতিযোগিতায় নাম লেখিয়ে তাক লাগিয়ে দেন। এরপর বড় হয়ে গায়িকা হিসেবে অর্জন করেন অসামান্য জনপ্রিয়তা। তিনি সাবরিনা পড়শী। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম ঈদে পড়শীর কোন গান আসছে না। তবে গায়িকার ব্যস্ততা কিন্তু এই গানকে নিয়েই। এবারের ঈদে মুক্তি পাবে পড়শীর অভিনীত নাটক ‘এখানে প্রেম শেয়ার করা হয়’ ও ‘মনজুড়ে’।

পড়শী কি তাহলে এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে বলেন- আমার তো আসলে কোনো কিছুই প্ল্যান করে হয় না। নাচেই ক্যারিয়ার গড়ার ইচ্ছা ছিল। সেখান থেকে গানে এলাম। বেশ আগে থেকে মাঝেমধ্যে নাটকে অভিনয় করি। এখান ভালো গল্প পেলে নিয়মিত নাটক করে যাব। না পেলে করব না। গল্পটা আমার ভালো লাগতে হবে।

মিডিয়াতে অনেকেরই ভালো বন্ধু থাকে কিন্তু সে জায়গায় পড়শীর নেই বললেই চলে। এ নিয়ে পড়শী বলেন- ভালো বন্ধু হওয়া এত সহজ না। আমি অনেকটাই স্টেট ফরোয়ার্ড। আর আমি বিনোদন দুনিয়ার কারো সঙ্গে খুব একটা ভালো বন্ধুত্ব গড়ে তুলি না। পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন আমার ভালো বন্ধু। কারো সঙ্গে কথা বললেই বন্ধুত্ব হয় না। বন্ধু মানে, যার সঙ্গে মনের কথা ভাগাভাগি করতে পারব। যেকোনো বিপদ তার কাছে শেয়ার করা যায়। কমফোর্ট জোন থাকতে হবে।

এ ব্যপারে পড়শী আরো বলেন- আমাদের এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবার মধ্যে জেলাসি কাজ করে। দেখা যায় প্রথম কয়েক মাস গলায় গলায় মিল, পরে দেখা যায়, তাদের মধ্যেই দা–কুমড়ার সম্পর্ক। মিডিয়াতে এটা কঠিন সত্য। তবে কেউ কেউ ব্যতিক্রম আছে। আমি এটা মানতে নারাজ যে আমাদের সহকর্মীদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। এমনটা পাইনি। বন্ধুত্ব হলেও স্বার্থের জায়গাটা থেকেই যায়। এসব কারণেই ইন্ড্রাস্টির কারও সঙ্গে বন্ধুত্ব হয় না।

সম্প্রতি পড়শী-জোভান অভিনীত ‘ভালোবাসার তিন দিন’ নাটকটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। নাটকটির জন্য বেশ প্রশংসিত হয়েছেন এই গায়িকা।

Advertisement
Share.

Leave A Reply