fbpx

মিরপুরে অনুশীলনে চোট পেলেন তামিম ইকবাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবাল। অনুশীলন চলাকালীন বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন তিনি।

গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদও। তাঁর বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পান তামিম।

বিপিএলকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।  মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন চট্টলা এক্সপ্রেস। এদিন ডিফেন্সিভ শট, কভার ড্রাইভ সব মিলিয়ে ব্যাটিং অনুশীলন শেষ করেন সাবেক টাইগার অধিনায়ক। প্রায় ঘন্টা তিনেক নেটে ঘাম ঝড়িয়ে বিদায় নেন তিনি। তামিমের আগেই এদিন ইন্ডোরে আসেন এনামুল হক বিজয়। ইন্ডোর সেন্টারে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন এই ব্যাটার।

Advertisement
Share.

Leave A Reply