fbpx

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে শিল্পীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে এবার রাস্তায় নামলেন শিল্পীরা। দেশটির জনপ্রিয় অভিনয় শিল্পী ও পরিচালকরা এই আন্দোলনে সামিল হয়েছেন।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়ে প্লেকার্ড হাতে নিয়ে তারা আটক হওয়া নেতা কর্মীদের মুক্তির দাবি জানান। শিল্পীদের একটি দল লাল টির্শাট পরে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ জানান। তাদের মধ্যে সামরিক বাহিনীর গ্রেপ্তারি পরোয়োনা জারি করা শিল্পীরাও ছিলেন।

বিক্ষোভে অংশ নিয়েছিলেন মিয়ানমার মোশন পিকচার এ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রাপ্ত পরিচালক ও অভিনেতা লু মিন।

মিয়ানমারে সেনাদের ক্ষমতা দখল প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে লুন মিন বলেন,’ আমাদের দেশে এরকম অভিজ্ঞতা বার বার হয়েছে। ছোট্ট জীবনেই দেখেছি। আমরা এই প্রথাকে ভেঙ্গে দিতে চাই। নির্বাচন প্রত্যাখ্যান করবে জনগণ। সরকার তাই করবে যা জনগণ চাইবে।‘

চলতি বছর ১ ফেব্রুয়ারি, সামরিক অভ্যুত্থানের পর দেশের বড় শহরগুলোতে বিক্ষোভ ফুসে ওঠে। এ পর্যন্ত আটক করা হয়েছে পাঁচশরও বেশি আন্দোলনকারীকে।

Advertisement
Share.

Leave A Reply