fbpx

মিয়ানমারে জান্তা সরকারের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের জান্তা সরকারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে এই কথা জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার জোসেপ বোরেল্লে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিকদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে রয়টার্সকে তিনি জানান, মিয়ানমেরে ১ ফেব্রুয়ারি নির্বাচিত অং সান সু চি সরকারকে উৎখাতের পর তৃতীয়বারের মতো দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ।

তিনি আরও বলেন, গামী কয়েকদিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞার আওতায় থাকবে মিয়ানমারের সামরিক কর্মকর্তা ও অর্থনৈদিক স্বার্থে প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানগুলো।

Advertisement
Share.

Leave A Reply