fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

মিয়ানমারে বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি জান্তা বাহিনীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সামরিক শাসক মিন অং হ্লাইং আবারও বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে আসিয়ান মনোনীত ( অ্যাসসিয়েশন অব সাউথ ইস্ট নেশনস) যে কোনো বিশেষ প্রদিনিধির সাথে তার প্রশাসন কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

রবিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন,’ মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধিদের সাথে বৈঠক করে জোটের সহযোগিতা নিয়ে কাজ করতে প্রস্তুত।’

মিয়ানমারে জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার বসতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এই এই উদ্দেশ্যে ২ আগস্ট, সোমবার বৈঠকে বসছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। দেশটির চলমান সহিংসতার সমাধানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

চলতি বছর ১ ফেব্রুয়ারি, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ পর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) ক্ষমতাচ্যুত করা হয়। আটক করা হয় ক্ষমতাসিন দলের অসংখ্য নেতাকর্মীকে। এরপর থেকেই দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ চালিয়ে আসছে সাধারণ মানুষ। সামরিক বাহিনীর বাঁধার মুখে হতাহত হয়েছেন হাজারো মানুষ।

Advertisement
Share.

Leave A Reply