fbpx

উত্তাল মিয়ানমার, পথে নামলেন শ্রমিক ও বৌদ্ধ ভিক্ষুরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিক্ষোভ, প্রতিবাদ ও স্লোগানে উত্তাল এখন মিয়ানমার। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দিন দিনেই জোড়ালো হয়ে উঠছে বিক্ষোভ।

সোমবার দেশ জুড়ে অবরোধের ডাক দিয়েছে শ্রমিকরা। ইয়াঙ্গুন মান্দালয়সহ সব বড় শহরগুলোতে বিক্ষোভ হচ্ছে। এতে যোগ দিয়েছেন ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণীপেশার মানুষও। আন্দোলনকারীদের ছত্র-ভঙ্গ করতে রাজধানী নেপিদোতে জলকামান ছুঁড়েছে পুলিশ। তাতেও দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের।

একটি ভিডিওতে দেখা গেছে, পানির ধাক্কায় কিছু বিক্ষোভকারী মাটিতে ছিটকে পড়েছেন।

সোমবার ইয়াঙ্গুনের মিছিলে শ্রমিক ও শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরাও।

টানা তৃতীয় দিনের মতো এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। বলা হচ্ছে রবিবারের বিক্ষোভ ছিল গত এক দশকের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ। আন্দোলনকারীরা সেনা বাহিনীর হাতে আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দেন।

গত বছর নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সোমবার ক্ষমতা দখলে নেয় সেনারা। অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাপ্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এরই মধ্যে সুচির সরকারের ২৪ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে বরখাস্ত করে সেনাসদস্যদের দিয়ে নতুন করে কেবিনেট গঠন করে সেনা কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply