fbpx

মিয়ানমারে বিক্ষোভে এ পর্যন্ত নিহত তিনশতাধিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে চলমান জান্তাবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন আরও নয় জন। আহত আরও আনেকে। দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

চলতি বছর ১ ফেব্রুয়ারি, সেনা অভ্যুত্থানের পর এই পর্যন্ত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছে তিনশতাধিক মানুষ।

স্থানীয় একটি জরিপে দেয়া তথ্য আনুযায়ী, ২৫ মার্চ থেকে এ পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছে ৩২০ জন।  তাদের মধ্যে ৯০ শতাংশই নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। আর মাথায় গুলি লেগে নিহত হয়েছেন ২৫ শতাংশ।

তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছে ১৬৪ জন বিক্ষোভকারী। একই সাথে বিক্ষোভকারীদের পাল্টা হামায় ৯ জন নিরাপত্তা বাহিনীও নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সেনা বাহিনীর বাধা উপেক্ষা করেই দেশজুড়ে বিক্ষোভে অংশ নিচ্ছেন গণতন্ত্রপন্থীরা।

Advertisement
Share.

Leave A Reply