fbpx

মিয়ানমারে বিক্ষোভে থামছে না প্রাণহানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজও  এক জন প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার মোনিয়া শহরের প্রাণকেন্দ্রে বিক্ষোভকারীদের একটি দল ব্যারিকেটের পাশে বসে ছিল। এ সময় তাদের লক্ষ করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত এক জন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মিয়ানমারে মান্দালয়ে শান্তিপূর্ণভাবে জান্তাবিরোধী বিক্ষোভ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করেই এই বিক্ষোভে অংশ নেন তারা।

মিজিমা নিউজ পোর্টালের এক ভিডিও পোস্টে দেখা যায়, রবিবার শতশত বিক্ষোভকারী রাস্তায় অবস্থান নেন। তাদের অনেকেই সাদা অ্যাপ্রন পরে ছিলেন।

এছাড়াও দেশজুড়ে অন্তত ২০ টি স্থানে বিক্ষোভ হয়েছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত বিক্ষোভে নিরাপত্তা বাহিনির হামলায় নিহত হয়েছেন ২৪৭ জন বিক্ষোভকারী। আহত হয়েছের আরও অনেকে।

Advertisement
Share.

Leave A Reply