fbpx

মিয়ানমারে বিক্ষোভ দমনে সহিংস সামরিক বাহিনী, সোমবারও নিহত ৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে নতুন করে আরও কিছু জেলায় সামরিক আইন জারি করেছে সেনাবাহিনী। রোববার, বিক্ষোভে প্রায় ৫০ জন নিহত হওয়ার পর সোমবার এই আইন জারি করা হয়।

সামরিক বাহিনীর বাধা উপেক্ষা করেই সোমবার আবারও ইয়াঙ্গুন, মান্দালয়, অংলান ও হাখাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন গণতন্ত্রপন্থিরা। এই দিনও বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরও পাঁচ জন। স্থানীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

মান্দালয়ের মায়িংয়ান শহরের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন ‘ একটি মেয়ের মাথায় ও একটি ছেলের মুখে গুলি লেগেছে। ‘  তিনি লুকিয়ে রয়েছন বলেও জানান।

স্থানীয় গণমাধ্যম বলছে মান্দালয়ে তিন জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আর দুই জন নিহত হয়েছেন অংলান শহরে।

চলতি বছের ১ লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে টানা বিক্ষোভ করে আসছেন গণতন্ত্রপন্থিরা। এ পর্যন্ত এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। আটক হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply