fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

মিয়ানমারে বুলেটে প্রাণ গেলো ৭ বছরের মেয়ের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিবিসি জানিয়েছে, বুধবার (২৪ মার্চ) সকালে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে বাড়িতে থাকা সাত বছরের এক মেয়ে শিশু নিহত হয়েছে। মেয়েটির নাম খিন মিও চিত। তার ১৯ বছর বয়সী ভাইকেও গ্রেফতার করা হয়েছে। মান্দালয় শহরে নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করে।

মান্দালয়ের দাতব্য সংস্থার কর্মীরা জানান, উদ্ধারকারীরা শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু মেয়েটিকে বাঁচানো যায়নি।

বার্তা সংস্থা মিয়ানমার নাও এর প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনারা শিশুটির বাবাকে গুলি করে, কিন্তু গুলি লাগে বাবার কোলে থাকা মেয়েটির গায়ে। একই এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও দুইজন নিহত হয়।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, মিয়ানমারে জনতার বিক্ষোভ দমনে গুলিবর্ষণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২০ শিশু।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই মিয়ানমার জুড়ে বিক্ষোভ চলছে।

Advertisement
Share.

Leave A Reply