fbpx

মিয়ানমারে মুক্তি পেলো ২৩ হাজারেরও বেশি কারাবন্দি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষের দিনে ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে সামরিক জান্তা সরকার।

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা মিয়ানমারের কারা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তবে এর মধ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার বন্দিরা রয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি সংবাদে।

নববর্ষ উপলক্ষে ৫ দিনের ছুটির শেষ দিনে কারামুক্ত বন্দিরা বৌদ্ধ বিহারে গিয়ে নববর্ষ উদযাপন করে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া বন্দিদের ১৩৭ জন বিদেশি। তাদের মধ্যে, সাম্প্রতিক আন্দোলন থেকে আটককৃতরা রয়েছেন কিনা, তা অনিশ্চিত। ফেব্রুয়ারিতে, সেনা অভ্যুত্থানের পর সহিংসতায় মারা গেছেন ৭২৬ জন। বন্দি হয়েছেন অং সান সু চি’সহ কমপক্ষে ৩ হাজার মানুষ।

Advertisement
Share.

Leave A Reply