fbpx

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ১২ জন। বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই খবর নিশ্চিত করেছে স্থানীয় দমকল বাহিনী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটিতে সামরিক বাহিনীর ছয় সদস্য ও কয়েকজন সন্ন্যাসী ছিলেন। তারা রাজধানী নেপিদো থেকে পিউন ও লুইন শহরের একটি বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে মান্দালয়ের কাছে একটি স্টিলের কারখানা থেকে ৩০০ মিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনা থেকে পাইলট এবং এক যাত্রী বেঁচে গেছেন। তাদের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি।

বিমানটি যেখানে পড়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের মূল কাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply