fbpx

মিয়ানমারে সেনাবাহিনীর সাথে গ্রামবাসীর সহিংসতা, নিহত ২০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে এইয়ারওয়াদি নদীর বদ্বীপ অঞ্চলে সেনাসদস্যদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ২০ জন। স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে। শনিবার কিওনপিও শহরতলির হ্লাইসওয়ে গ্রামে এই সহিংসতা হয়।

তবে দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনে বলা হয়, এই সংঘর্ষে নিহত হয়েছে তিন জন ‘ সন্ত্রাসী’। এবং আটক করা হয়েছে আরও দুজনকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একজনকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সেনাসদস্যরা আগ্নেয়াস্ত্রের খোঁজে তল্লাশি চালাতে যায় হ্লাইসওয়ে গ্রামে। এই সময় বাসিন্দারা গুলতি ও তির–ধনুক নিয়ে রুখে দাঁড়ায়। এতেই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সহিংসতা নিয়ে এখনও জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

চলতি বছর ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এটি এইয়ারওয়াদি অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস ঘটনাগুলোর একটি। দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৮৪৫ জন প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি জন।

Advertisement
Share.

Leave A Reply