fbpx

মুক্তি পেয়েছে টিজার; ঈদ কাঁপাবে কিল হিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদের বহুল কাঙ্খিত সিনেমা ‘কিল হিম’ এর টিজার এটি, টিজার উন্মোচনকে কেন্দ্র করেই ১২ এপ্রিল এফডিসিতে একত্রিত হয়েছিলেন সিনেমার নির্মাতা, কলাকুশলীরা।

অনন্ত জলিল মানেই অসম্ভবকে সম্ভব করা, টিজারে আরও একবার তারই বহিঃপ্রকাশ, সাথে আছেন সবসময়ের সঙ্গী নায়িকা বর্ষা। অনন্ত যেমন স্ত্রীকে ভাসালেন প্রশংসায়, তেমনি বর্ষাও কম যান না। তবে সবকিছু ছাপিয়ে তাদের অনুরোধ সিনেমাটি সবাই যেন হলে গিয়ে দেখেন, প্রকাশ করেন প্রকৃত রিভিউ।

অনন্ত জলিল বলেন, ‘ইকবাল ভাই এই সিনেমায় মিরাকেল ঘটিয়েছেন। আর বর্ষার কথা না বললেই নয়। সে এই সিনেমায় দুর্দান্ত একজন ভিলেন। সে আমাকে শ্যুটের সময় এত জোরে একটা লাথি মেরেছে যে আমি এমন শক্তিশালী হয়েও পড়ে গেছিলাম। খুবই সুন্দর হয়েছে দৃশ্যটা। আমি ইকবাল ভাইকে বলেছিলাম, শুধু এই দৃশ্যের জন্যই আপনার সিনেমা হিট হয়ে যাবে।‘

সিনেমা নিয়ে বর্ষা বলেন, ‘আমরা সবাই ঈদের সিনেমা নিয়ে খুবই অগ্রহ নিয়ে অপেক্ষা করি। ‘কিল হিম’ সিনেমা দেখে আপনারা সত্যিটাই লিখবেন বা রিভিউ দিবেন।‘

এসময় বর্ষা বলেন, ‘অনন্ত জলিলকে নিয়ে নতুনকরে কিছু বলার অবকাশ নেই। আমাদের দেশের অনেক দর্শক শাহরুখ খানের সাথে অনন্ত জলিলকে তুলনা করে। এটা খুব ভালো লাগে।‘

সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি এই সিনেমা নিয়ে খুবই আশাবাদী।

এ বিষয়ে মিশা বলেন, ‘এই সিনেমায় সবচেয়ে যেটা বেশি চোখে পড়বে সেটা হল ভিলেন বর্ষাকে। আর সবকিছু এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন ইকবাল যে সিনেমায় কোন কমতি পাবেন না।‘

অনন্ত-বর্ষা জুটিকে নিয়ে নির্মাতা মো. ইকবালের এটি প্রথম সিনেমা। তার কন্ঠেও অনন্ত-বর্ষার গুণকীর্তন। তিনি আশাবাদী অনন্ত জলিল ও তার এই সম্বিলিত কাজ এবারের ঈদকে করবে বিশেষ।

ঈদ মানেই বাড়তি আনন্দ, আর ঈদের আনন্দকে সবসময় দ্বিগুণ করে ঈদের সিনেমা। কিল হিম সিনেমটিও দর্শকের ঈদের আনন্দকে দ্বিগুণ করবে বলেই বিশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1162453461119283

https://www.facebook.com/AnantaOfficial/videos/5948905485232625/

Advertisement
Share.

Leave A Reply