Advertisement
জাপানে বড় দিনকে সামনে রেখে ফ্যাশনে চমক এনেছে রাজধানী টোকিওর একটি পপ-আপ মাস্কের দোকান।
ক্রেতাদের জন্য আড়াইশোরও বেশি রকম মাস্ক তোলা হয়েছে দোকানটিতে। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে তৈরি করা হয়েছে বিশেষ মাস্ক। এতে রয়েছে বর্ণিল আলোকসজ্জা। বাহারী সাজে মুখোশে মুখ রাঙাতে ধুম পড়েছে কেনাকাটার। যদিও দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে নতুন করে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় মাস্কের চাহিদা আরও বেড়ে গেছে। যদিও জাপানে করোনা মাহামারির আগের থেকেই মাস্ক পরার বেশ প্রচলন ছিল। চলুন দেখা নেয়া যাক বিশেষ এই মাস্কের দোকানের কিছু ছবি।

মাস্ক বারে আপনাকে স্বাগতম। ছবি : সিজিটিএন

সান্তা ক্লোজের পোশাকের রঙের মাস্কও আছে কিন্তু। ছবি : সিজিটিএন

বেছে নিন আপনার পছন্দেরটা। ছবি : সিজিটিএন

সেলফি না তুললে তো সবই বৃথা। ছবি : সিজিটিএন
Advertisement