fbpx

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের শেষ সদস্যেরও মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও একজন মারা গেলেন। এ নিয়ে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন মারা গেলেন।

সোমবার (২৯ নভেম্বর) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেফালি রানী। আগুনে তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার মেয়ে, মেয়ের স্বামী ও নাতি মারা যায়।

গত ২২ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মুগদা মাদবর গলি পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। তখন একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভর্তির একদিন পরে সুধাংশু রায়ের স্ত্রী প্রিয়াঙ্কা রানী ও তার পাঁচ বছর বয়সী ছেলে অরূপ মারা যান। তাদের মধ্যে প্রিয়াঙ্কা ৭২ শতাংশ ও অরূপ ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

শনিবার মৃত্যু হয় সুধাংশু রায়ের । তার শরীর ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সবশেষে মারা যান প্রিয়াঙ্কা রানীর মা শেফালী।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন জানান, ‘মুগদা থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে চারজন শেখ হাসিনা বার্নে ভর্তি ছিলেন চিকিৎসাধীন অবস্থায় শেফালী রানী নামে আরও একজন নারী সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন।‘

Advertisement
Share.

Leave A Reply