fbpx

মুজিব জন্মশতবর্ষের আয়োজনে যুক্ত শি জিনপিং

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ নিয়ে অনেক আয়োজন চলছে। কারণ মহামানব মুুজিবের জন্ম কোনো সাধারণ বিষয় নয়। যার দূরদর্শী স্বাপ্নিক নেতৃত্বে সহস্র বছরের সংগ্রাম শেষে বাঙালি নিজের রাষ্ট্র পায়। তাই এ লগ্ন পুরো জাতির জন্যই উদযাপন মুহূর্ত। দেশ, বিদেশের অনেকে এ আয়োজনে যুক্ত আছেন এবং হচ্ছেন। যুক্ততার দীর্ঘ সারিতে নতুন নামটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মুজিব জন্মশতবর্ষের আয়োজনে যুক্ত শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

খবর হচ্ছে, আগামী ১৭ মার্চ শুভেচ্ছা ভাষণ দেবেন শি জিনপিং।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এটি নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

চীনা দূতকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানমালায় আগামী ১৭ মার্চ শুভেচ্ছা বক্তব্য দেবেন শি।

এ বক্তব্য চীনের টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারের আগ্রহের কথা রাষ্ট্রদূত লি জিমিং জানান।

এ সাক্ষাতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) ও মুজিব জন্মশতবর্ষ সেলের সমন্বয়ক সালাহ উদ্দিন মাহমুদ এবং ঢাকায় চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এভাবেই বাঙালি হৃদয় থেকে মুজিব ছুঁয়ে যাচ্ছেন বিশ্ব থেকে অনন্তলোক অবধি।

মুজিব জন্মশতবর্ষের আয়োজনে যুক্ত শি জিনপিং

‘মুজিব মানে পিতার সঙ্গে শর্তবিহীন চুক্তি’। ছবি : সংগৃহীত

Advertisement
Share.

Leave A Reply