fbpx

মুশফিকই ঢাকার ভরসা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাইফুল রূপক,ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের গোড়াতেই বড় চমকটা ঢাকার। প্রথম ডাকে সাকিবকে নয়, বেক্সিমকোর পছন্দ মুশফিকুর রহিম। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজধানীবাসীর আস্থা মিস্টার ডিপেন্ডেবল মুশি।

ছোট ফরমেট,পাঁচ দলের মহারণ। চার ছক্কার ধুন্ধুমার ক্রিকেটে কেমন হলো ঢাকা শিবির?

টপ অর্ডারের চাপকে জয় করার সাহস দেখাতে হবে নাঈম শেখ,তানজিদ তামিম,ইয়াসির আলী চৌধুরীর মতো উঠতি ক্রিকেটারদের। তবে মুশফিককেই আঁকতে হবে সুন্দর ছবিটা,অনভিজ্ঞ টপ ওর্ডার দলটির বড় দুশ্চিন্তা হতে পারে।

আইকন মুশফিক পরীক্ষিত পারফর্মার। ঢাকার সালতানাত রক্ষায় শানিত ব্যাটে লড়াই করতে হবে যুব বিশ্বকাপ জয়ী আকবরকে। ফিনিশিংয়ে অভিজ্ঞ সাব্বির রহমানের উইলোতে সবাই দেখতে চাইবে রানের ম্যাজিক।

টপ ওর্ডারের মতো ঢাকার স্পিন ইউনিটও কিছুটা নড়বড়ে। তরুণ নাঈম,নাসুমের সামনে এটা বড় পরীক্ষা। পেস ডিপার্টমেন্টে রুবেল হোসেনও ভরসার জায়গা। আবু হায়দার রনি,মেহেদি রানারাও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার।

২৪ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচেই মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে লড়বে বেক্সিমকো ঢাকা।

মুশফিকই ঢাকার ভরসা

Advertisement
Share.

Leave A Reply