fbpx

মুহিবুল্লাহ হত্যা: কিলিং স্কোয়াডের সদস্য গ্রেফতার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রোহিঙ্গাদের নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় কিলিং স্কোয়াডের এক সদস্যকে গ্রেফতার করা বলে জানিয়েছে পুলিশ।

২৩ অক্টোবর (শনিবার) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক তার দেয়া এক   খুদে বার্তায় বিষয়টি জানিয়ে আরও বলেন এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকে নিজ কার্যালয়ে নিহত হন সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ। ওই ঘটনায় পরের দিন  মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply