fbpx

মেডিকেলে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২ এপ্রিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন শুরু হয়েছে।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করা শুরু করেছেন। আবেদন করতে পারবেন ১লা মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
শুধুমাত্র ২০১৭ বা ২০১৮ সালের এসএসসি বা সমমানের পরীক্ষা ও ২০১৯ বা ২০২০ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা মেডিকেল ভার্তির আবেদন করতে পারবেন। তবে দেশ অথবা বিদেশে পরিচালিত শিক্ষা কার্যক্রমে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৯ পয়েন্ট। একই সাথে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ থাকতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে।
২ এপ্রিল এমসিকিউ ১০০ নম্বরের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে দশমিক ২৫ নম্বর । পাশের জন্য ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের।
Advertisement
Share.

Leave A Reply