fbpx

মেয়ের সঙ্গে অ্যাকশন ছবিতে শাহরুখ খান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিসেম্বরে মাত্র ১৫ দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে মেয়ে ও বাবার ছবি। ৭ই ডিসেম্বর আসছে সুহানার ডেবিউ ছবি, আর মাসের শেষ লগ্নে মুক্তি পাবে ‘ডাঙ্কি’।  ছবিটি নিয়ে শাহরুখ-ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে শাহরুখ ও তার মেয়ে সুহানা খানের আগামী সিনেমার খবরও প্রকাশ্যে এসেছে।

 

জানা গেল, সুজয় ঘোষ পরিচালিত বাপ-বেটির অ্যাকশনে ভরপুর সেই সিনেমার নাম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ও সুহানা খানের আগামী সিনেমার নাম ‘কিং’। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

 

বাবা মেয়ের দারুণ সমীকরণ নাকি দেখা যাবে এই দুর্ধর্ষ অ্যাকশনে ভরপুর ছবিতে। অনেকেই ভেবেছিলেন তারা একসঙ্গে কোনও ইমোশনাল ছবিতে কাজ করবেন। কিন্তু শাহরুখ যে অ্যাকশনের ধারাবাহিকতায় মন দিয়েছেন, তাই মেয়ের সঙ্গেও তেমন সিনেমাই আনবেন।

এই ডিসেম্বর খান পরিবারের জন্য একটু বেশিই স্পেশ্যাল। একদিকে শাহরুখের সামনে ১০০০ কোটির হ্যাটট্রিকের হাতছানি অন্যদিকে সুহানার ডেবিউ ছবি মুক্তি! মেয়ের প্রথম কাজ ঘিরে বাবা-মা’র মধ্যে আলাদাই উত্তেজনা কাজ করে। ‘দ্য আর্চিস’ নিয়েও শাহরুখ-গৌরীও দারুণ উত্তজিত তা বলার অপেক্ষা রাখে না।

 

Advertisement
Share.

Leave A Reply