fbpx

মেয়র পদ থেকে আইভীর পদত্যাগ, ছাড়লেন নগর ভবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াত আইভী।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে আইভী তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর জমা দিয়ে তার শেষ কার্যদিবস পালন করেছেন।

পরে দুপুরে আইভী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

সন্ধ্যায় সংবাদমাধ্যমকে মেয়র আইভীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন।

এর আগে, ১৪ ডিসেম্বর দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের নির্মাণাধীন ভবনের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। যেহেতু আমি আগামীকাল মনোনয়ন ফরম জমা দেবো। আমি হয়তো আর অফিসেও আসবো না।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply