fbpx

মেয়ের প্রেমিকের ঠোঁট ফাটিয়ে দিতে চান শাহরুখ

Pinterest LinkedIn Tumblr +

পর্দায় শাহরুখ শুধু নায়ক না, প্রেমিকও। তার কাছে ছুটে আসতে চাইবে যে কোনো নারী। অন্তত পর্দায় দর্শক প্রেমিক শাহরুখকে দেখতেই ভালোবাসে। অথচ সেই শাহরুখ খানই নিজের মেয়ের প্রেমিকের বিষয়ে বেশ গোরা মনোভাব পোষণ করেন।

চার বছর আগে আলিয়া ভাট ও শাহরুখ খান ‘কফি উইথ করণ’ এ আড্ডা দেবার সময় ‘ডেটিং’ বা প্রেম করা নিয়ে কথা বলছিলেন। শাহরুখের উদ্দেশ্যে করণ জোহর প্রশ্ন করেন, তিনি যদি দেখতে পান, মেয়ে সুহানার কোনও প্রেমিক তাকে চুমু খাচ্ছেন, তবে তিনি কী করবেন? কিং খানের উত্তর ছিল, ‘ছেলেটির ঠোঁট ফাটিয়ে দেব আমি।’

মেয়ের প্রেমিকের ঠোঁট ফাটিয়ে দিতে চান শাহরুখ

সুহানা খান। ছবি: সংগৃহীত

তবে করণের ভাষ্যমতে, শাহরুখ এমনটা করতেই পারেন। তার মেয়েকে নিয়ে তিনি অত্যন্ত রক্ষণশীল। তবে একইসঙ্গে করণ এ কথাও জানান যে, সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারেন শাহরুখ। জীবনের পথে চলার ক্ষেত্রে ছেলে-মেয়েকে পরামর্শ দেন তিনিই।

Share.

Leave A Reply