fbpx
BBS_AD_BBSBAN
৮ই ডিসেম্বর ২০২২ | ২৩শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

মোংলায় পৌঁছালো মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের ৪টি বগি ও ২টি ইঞ্জিন। বগি ও ইঞ্জিন ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জামও এসেছে।

মোংলায় পৌঁছালো মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন

ইঞ্জিন ও বগি খালাসের পর এগুলো ঢাকায় দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। ছবি: সংগৃহীত

গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি প্রিসিয়ার্স কোরাল’ বগি ও ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।

বন্দর সূত্র থেকে জানা গেছে, জাহাজটি গত ২৫ আগস্ট জাপানে কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, ইঞ্জিন ও বগি খালাসের পর এগুলো ঢাকায় দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানিয়েছেন, এর আগে ‘এমভি এসপিএন ব্যাংকক’ নামের জাহাজে করে গত ৩১ মার্চ মেট্রোরেলের এক সেট ট্রেন আসে। এছাড়াও, গত ৫ মে এক সেট ও ২০ জুলাই দুই সেট ট্রেন এ বন্দর দিয়ে খালাস হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply