fbpx

মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মোটরসাইকেলে যাত্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন সিদ্ধান্তের পর রাইড শেয়ারিং সার্ভিসের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আগামী দুই সপ্তাহের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানায় সড়ক বিভাগ।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার কারণে বুধবার সকাল থেকেই রাজধানীসহ দেশের সব জায়গায় বাসের ধারণক্ষমতা অনুযায়ী ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। একইসাথে যাত্রী, চালকসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাও অনুসরণ করতে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply