fbpx

৪৬ বারের মতো পেছালো রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ৪৬ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার তথ্য অনুযায়ী, বুধবার (১৩ জানুয়ারি) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা ছিল। কিন্তু, তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

Advertisement
Share.

Leave A Reply