fbpx

মোমেনকে ধন্যবাদ দিলেন মমতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে মমতা এই ধন্যবাদ জানান।

তিনি এ পত্রের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। শুক্রবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য, সংহতি বজায় রাখা ও শক্তিশালী করার পক্ষে রায় দিয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এই আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পত্রে মমতা পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।’

উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৫ মে মমতাকে এক পত্রে আন্তরিক অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এই পত্রের উত্তরে মমতা মোমেনকে ধন্যবাদ দেন।

Advertisement
Share.

Leave A Reply