fbpx

মোস্তফা মঈনের দুইটি কবিতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১. কাচপাখি

নিজের চুমুর কাছে
ফিরে আসি
একযুগ পরে
তাকে দেখি
অচেনা পাখির মতোন
ভিন্ন খাঁচা
যেন কাচঘরে কোনো কাচপাখি
স্থির চোখ তুলে
চেয়ে থাকে
অচেনা সাকি

২. ব্যথিত আড্ডা ছেড়ে একাকি দাঁড়াই

ভায়োলিন
গতকালটা
স্বপ্ন হয়ে গেছে।
.
আগামীকাল
সুখস্বপ্নের দোলাচলে দোল খাচ্ছে
উঠোনের ঝিঙেফুল।
.
দৌড়াতে দৌড়াতে একটা খরগোশের
পিঠে চড়ে
রোদ শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো।
.
আজ একটা কচ্ছপের খোলে
পৃথিবী কাত হয়ে শুয়ে পড়েছে
আমি ভায়োলিন বাজাতে বাজাতে ঢুকে গেছি
তার গভীর স্বপ্নে।
.
দু’একটা পাখি ডানা ঝাপটায়
আমার ভায়োলিনের তারে ওঠে আসে
ঝাউবন।

Advertisement
Share.

Leave A Reply