fbpx

মৌসুমি কেন মিশা-জায়েদের প্যানেলে, উত্তর দিলেন ওমর সানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নব্বয়ের দশকে ওমর সানি ছিলেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও সাড়া জাগানো অভিনেতাদের মধ্যে অন্যতম। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন। মৌসুমির সাথে করেছেন অসংখ্য হিট সিনেমা। অন্যান্য অভিনেত্রীর সাথেও তার রসায়ন দর্শক খুব পছন্দ করেছিলেন।

সময় গড়িয়েছে। ঢালিউড ইন্ডাস্ট্রির অবস্থা এখন আগের মত রমরমা নেই। তবে ওমর সানিকে এখনও এক শ্রেনীর দর্শক মনে রেখেছেন।

২৮ জানুয়ারী শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে মিশা-জায়েদের প্যানেল থেকে নির্বাচন করছেন অভিনেত্রী মৌসুমি। প্রথমে এই অভিনেত্রী নির্বাচন করতে না চাইলেও এখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মিশা, জায়েদের সাথে একসময় দা-কুমড়া সম্পর্ক ছিল ওমর সানি, মৌসুমির। তবে সেসব তিক্ততা ভুলে তারা এখন একই প্যানেল থেকে নির্বাচন করছেন। এ নিয়ে অনেকেই মৌসুমির দিকে আঙুল তুলেছেন এই বলে যে, ‘মৌসুমি সুবিধাবাদী।’

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মৌসুমি মুখে কুলুপ এঁটে থাকলেও ১৬ জানুয়ারি কিছুটা নিজ উদ্যোগেই ওমর সানি নিজের বাসায় সাংবাদিকদের ডেকেছিলেন নির্বাচন নিয়ে কথা বলার জন্য। বিশেষকরে মৌসুমির বিষয়টি পরিষ্কার করার জন্য।

এসময় সানি বলেন, গত নির্বাচনে ফেরদৌস, রিয়াজ নিজেরা উদ্যোগী হয়ে মৌসুমিকে নির্বাচনে দাঁড়াতে বলেছিলেন। অথচ একটা সময় পর সবাই একে একে সরে যান মৌসুমির পেছন থেকে। আমি এবং মৌসুমি খুবই কষ্ট পেয়েছি তখন। আর এই জায়গা থেকেই এবার মিশা-জায়েদের সাথে নির্বাচন করা।’

এত তিক্ততা ভুলে তারা কিভাবে এক হলেন এই প্রশ্নের উত্তর সানি সরাসরি দেন , ‘দেখেন কয়েকদিন আগেই আমি, মৌসুমি ‘সোনার চর’ নামের একটি সিনেমায় কাজ করেছি। সেখানে আগে জায়েদ খানের কাজ করার কথা ছিল না। জায়েদ পরে সিনেমায় অন্তর্ভূক্ত হয়েছিলেন। আমি একটু দ্বিধা করলেও মৌসুমি বলেছিলেন, ‘’আমরা শিল্পী, ব্যক্তিগত সম্পর্ক কেন কাজের ভেতর নিয়ে আসবো? কাজ করতে গেলে এসব ভাবলে হয়না।‘’ আমরা সবকিছু ভুলে তখন কাজ করেছি। সেখান থেকেই একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এই যা।’

অনেক প্রার্থী বলছেন নির্বাচনে জয়লাভ করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে নিয়ে আসবেন। এটা নিয়ে সানি বলেন, জিতলেই কেন প্রধানমন্ত্রীকে নিয়ে আসবেন? আগেই নিয়ে আসেন। আর প্রধানমন্ত্রীকে নিয়ে আসার কথা কেন আসবে, এটা তো তারই জায়গা। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। তার প্রতিষ্ঠানে তাকে নিয়ে আসবেন, এটা কেমন কথা। দরকার হলে তিনি নিজের প্রতিষ্ঠানে নিজেই আসবেন।‘

তর্ক-বিতর্ক যাই হোক না কেন, সবকিছু ছাপিয়ে যে প্যানেলই জয়ী হোক, তার পূর্ণ সমর্থন থাকবে বলেই জানান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেন ওমর সানি। সেবার হেরে যান তিনি। নির্বাচনের ফলাফল প্রথমে মেনে নেননি। পরে অবশ্য মেনে নেন এই অভিনেতা।

Advertisement
Share.

Leave A Reply