fbpx

মৌসুমী মৌ এর সাথে বিয়ে নিয়ে যা বললেন মনোজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অভিনেতা মনোজ প্রামাণিক এবং সঞ্চালক মৌসুমী মৌ গত ২৯ এপ্রিল থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন। কারণ তারা নতুন জীবন শুরু করেছেন। ঐ দিন থেকেই দু’জনের ফেসবুক ওয়ালে ঘুড়ছে তাদের বিয়ের আসরের যুগল ছবি। বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের লাল শাড়ি, গলায় ফুলের মালা। ছবি দেখে মনেই হচ্ছে, সদ্যই  মালাবদল করে একে অপরকে জীবনসঙ্গী করে নিয়েছেন তারা।

আর এই ছবি দেখে স্বাভাবিকভাবেই সবাই নড়েচড়ে বসেছেন। কেউ কিছু জানলো না, অথচ ঘটে গেল এতো বড় একটা ঘটনা। এমনকি তাদের কলিগরা পর্যন্ত চমকে গেছেন খবরটি দেখে। সেই সাথে অভিনন্দন জানাতেও ভোলেননি।

মৌসুমী মৌ এর সাথে বিয়ে নিয়ে যা বললেন মনোজ

মনোজ প্রামাণিক এবং মৌসুমী মৌ। ছবি: ফেসবুক

ছবিগুলো মূলত পোস্ট করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার(২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টা নাগাদ পোস্ট করেন ফেসবুকে। ‘মনোজ ও মৌ’র বিয়ে! আহা!!’

আসলেই কি বিয়ে করেছেন মনোজ এবং মৌসুমী? ঘটনাটি জানতে বিবিএস বাংলা থেকে ফোন করা হয়েছিল মনোজ প্রামাণিককে। ব্যাপারটি মনোজ খোলাসা করেন।

মনোজ বলেন, ‘বৈশাখী টেলিভিশনের ঈদের নাটক ‘মন বলেছে যাব যাব’ নাটকের দৃশ্য এগুলো। নাটকে প্রেমিক-প্রেমিকা পালিয়ে নিজেরা বিয়ে করেন। আসলে এই যুগলের ছবি দেখে নাটকের পরিচালক চয়নিকা চৌধুরীর এত পছন্দ হয় যে উনি নিজের ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করেন।’

এছাড়াও তিনি বলেন, ‘আসলে কয়েকদিন আগেই চয়নিকা চৌধুরী কোভিড থেকে সেরে উঠেছেন। আর সুস্থ হয়ে এটাই তার প্রথম কাজ। উনি সবাইকে জানান দিতে চাচ্ছিলেন যে তিনি আবারও কাজে ফিরেছেন। তাছাড়া এখন প্রচার-প্রচারণার বিষয়টিতো আছেই। সবকিছু মাথায় রেখেই এটা করা হয়েছে।’

মৌসুমী মৌ এর সাথে বিয়ে নিয়ে যা বললেন মনোজ

ছবি: ফেসবুক

মনোজ প্রামাণিক এসময়ের জনপ্রিয় প্রতিভাবান একজন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তিনি।

অন্যদিকে মৌসুমী মৌ এর অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার দারুণ অভিজ্ঞতা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply