ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের এই জাদুকর।
বৃহষ্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন । ম্যারাডোনার ক্রীড়া নৈপূণ্য যুগে যুগে ভবিষ্যত ফুটবল অনুরাগীদের প্রেরণা হিসেবে কাজ করবে।
ফুটবল মহানায়কের আত্মার শান্তি ও তাঁর শোকাগ্রস্থ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, বুধবার বাংলাদেশ সময় রাত পোনে ১১টায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

ডিয়েগো ম্যারাডোনা
৬০বছর বয়সের ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার বুয়েনস এইরেসের তিগ্রেতে নিজ বাড়িতে বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ফুটবলের এই কিংবদন্তীর মৃত্যুতে বাংলাদেশে তাঁর ভক্তসহ ফুটবল প্রেমীদের মধ্যেও চলছে শোক ।