fbpx

ময়মনসিংহে র‍্যাবের সাথে গুলিবিনিময়, অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ময়মনসিংহে জঙ্গিদের সাথে র‍্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪ এর একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এসময় ব্রহ্মপুত্র নদীতে থাকা একটি নৌকা থেকে ৪ ‘জঙ্গিকে’ অস্ত্রসহ আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়। পরে তাদের ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তবে আটক  ৪ ‘জঙ্গিকে’ এর আগে  কখনই কেউ দেখেননি বলে জানান স্থানীয়রা। তারা বলেন এই জঙ্গি সদস্যরা  অন্য এলাকা থেকে এসে এখানে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে র‌্যাব সদর দপ্তরে ব্রিফিং করা হবে। সেখানে জানানো হবে, তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য, তাদের উদ্দেশ্য কী ছিল এবং নাম-পরিচয়।

Advertisement
Share.

Leave A Reply