fbpx

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৩০ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ৩০ জনের মৃত্যু হয়েছে। যাকি না হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

আজ ৬ আগস্ট (শুক্রবার) বিষয়টি জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়।

হাসপাতালে আইসিইউতে ২৩ জন ও করোনা ইউনিটে ৫২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। এছাড়া নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক হাজার ৭১১টি নমুনা পরীক্ষায় মোট ৪০২ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply