সৌদি আরব যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়িয়েছে। তবে ব্যতিক্রমী কারণে ফ্লাইট চলার অনুমতি দেওয়া হবে। সোমবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য দিয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরণ ছড়িয়ে পড়ার পর ২০ ডিসেম্বর সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সৌদি আরবে অবস্থানরত বিদেশে নাগরিকদের জন্য এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। তারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এ ছাড়া কার্গো চলাচলে অনুমতি দেওয়া হবে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটি পরিস্থিতি আরও মূল্যায়ন করতে চায়। তারা তাদের নাগরিক ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে চায়। এ জন্যই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সড়ক-সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ-বাহির এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়। বলা হয়, এই স্থগিতাদেশও বাড়তে পারে।
গত সপ্তাহে সৌদি আরবের মতো একই পদক্ষেপ নেয় কুয়েত ও ওমান। তারা আগামী ২৯ ডিসেম্বর ও ১ জানুয়ারি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে।