fbpx

যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে দৌলতদিয়ায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডুবে যাওয়া যানবাহন ও রো রো ফেরি শাহ আমানতের উদ্ধার কাজ শেষ না হওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিঘ্নিত হচ্ছে পারাপার।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় দৌলতদিয়ায়।

ঘাট সূত্র থেকে জানা যায়, প্রায় সাড়ে ৪ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে সেখানে। এর ফলে, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমাতে দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে রাখা হচ্ছে। সেখানেও প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ট্রাকের সারি। এতে ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাসে আটকে থাকা যাত্রীরা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা নিজাম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, পাটুরিয়া ঘাটের উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এই ভোগান্তি শেষ হবে না। তবে, রাতে যানবাহনের চাপ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply