fbpx

যুক্তরাজ্য অভিমুখী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চ্যানেলে আটকা পড়ে থাকা ১৩৮ অভিবাসীকে বিভিন্ন নৌযানের সাহায্যে উদ্ধার করেছে ফ্রান্স। অস্থায়ীভাবে তৈরি করা একটি নৌকায় করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছিল বলে শুক্রবার  কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি

এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার তাদেরকে জানানো হয়েছিল যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়েছে। ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোট অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে আনে।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদেরকে গ্রহণ করেছে।

চ্যানেল অতিক্রমকারি গুপ্ত অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ কারণেই এ বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

গত মাসে এই চ্যানেল অতিক্রম করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২৭ অভিবাসী। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয়েছিল ।

২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর এক হাজার ১৮৫ অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।

Advertisement
Share.

Leave A Reply