fbpx

যুক্তরাজ্য ফেরত ৬ জনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের করোনাভাইরাস ‘এন৫০১ওয়াই’ এর উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশেও।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর জানায়, ‘জানুয়ারিতে যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ৬ জনের শরীরে এই নতুন ধরনের করোনাভাইরাসের নমুনা পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৩টি দেশে করোনার নতুন এই স্ট্রেইনের সংক্রমণ হয়েছে। আগের স্ট্রেইনের চেয়ে নতুন এই স্ট্রেইন ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের এই নতুন ধরন আরও বেশি সংক্রামক। যুক্তরাজ্য  থেকে যারা দেশে ফিরছেন তাদের কোয়ারেন্টিনে রাখার জোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ফেব্রুয়ারিতে নতুন স্ট্রেইন বিষয়ে যুক্তরাজ্য সরকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নতুন এই স্ট্রেইন আগের স্ট্রেইনের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।

গত সেপ্টেম্বরে প্রথম শনাক্ত হওয়ার পর করোনার নতুন ধরনটি খুব তাড়াতাড়ি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে।

Advertisement
Share.

Leave A Reply