যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরণটি এবার শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটির কলোরাডো রাজ্যে ২০ বছর বয়সী এক তরুণের দেহে প্রথম বারের মত ভাইরাসটি শনাক্ত হয়। শনাক্ত রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই তরুণ সাম্প্রতিক সময়ে কোনো দেশ ভ্রমণ করেননি বলেও জানানো হয়েছে।
শনাক্ত রোগীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্তের চেষ্টা করছে কর্তৃপক্ষ। একই সাথে, অন্য কেউ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তাও যাচাই করা হচ্ছে।
দু’দিন আগেই দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রধান অ্যান্থনি ফাউচিসহ স্বাস্থ্য বিশেষেজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছিলেন, ভাইরাসের নতুন ধরণটি এর মধ্যেই হয়তো আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। মঙ্গলবার সেই শঙ্কাই সত্যি হল।
চলতি মাসের মাঝামাঝি ভাইরাসের রুপান্তরিত ধরণটি শনাক্ত হয় যুক্তরাজ্যে। গেল বছর চীনের উহানে যে ধরণটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ শতাংশ বেশি সংক্রামক। তবে আক্রান্ত ব্যক্তির জন্য এটি তুলনামুলক কম বিপজ্জনক বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরমধ্যেই, ১৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে ভাইরাসের নতুন এ ধরণটি।