fbpx

যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা টিকার সংকট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে সরকার।

এই অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘আন্তরিকতার’ সঙ্গে কাজ করছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী মোমেনের সঙ্গে দেখা করেন মিলার। সেখানে এই টিকা নিয়ে আলোচনা করা হয়।

মোমেন বলেন, ‘আমরা চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে ৪ মিলিয়ন টিকা চেয়েছি। যাতে আমাদের দ্বিতীয় ডোজ যাদের বাকি আছে, তাদের টিকা দেওয়া যায়।‘

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা বিভিন্ন দেশে পাঠাবে। সেই ঘোষণার পরই বাংলাদেশ তাদের কাছে টিকা চাইলো।

যুক্তরাষ্ট্রের কাছে প্রায় কাছে ৬০ মিলিয়নের মতো টিকা পড়ে আছে। তাই আমরা দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে তাদের কাছে জরুরি ভিত্তিতে টিকা চেয়েছি বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে মিলার মোমেনকে জানান, তারা সঠিক দিনক্ষণ জানাতে পারবেন না। কিন্তু এ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

Advertisement
Share.

Leave A Reply