fbpx
BBS_AD_BBSBAN
৪ঠা ডিসেম্বর ২০২২ | ১৯শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের অটুট সম্পর্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক ক্ষুণ্ন হওয়ার নয় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৃহস্পতিবার প্রথমবারের মত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বরিস জনসন। তিনি বলেন, তাদের আলোচনায় ছিল ব্রেক্সিট ইস্যুসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

বৈঠকে দুই নেতা স্বাক্ষর করেছেন আটলান্টিক চার্টারে। ১৯৪১ সালে উইনস্টন চার্চিল এবং ফ্রাঙ্কলিন রুজভেল্টের মধ্যে যে চুক্তি হয়েছিল, এটি তারই একটি আধুনিক সংস্করণ। আগের ওই চুক্তিতে জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা বিষয়ক চ্যালেঞ্জের কথা উল্লেখ ছিল।

বুধবার আটদিনের সফরে যুক্তরাজ্যে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সাক্ষাত করবেন উইন্ডসর ক্যাসলে রানির সাথে। যোগ দিবেন জি-৭ নেতাদের বৈঠকে। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো নেটোর সম্মেলনে অংশ নেবেন জো বাইডেন।

কর্নওয়ালেই ১১ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে জি ৭ সম্মেলন। এই সম্মেলনে প্রাধান্য পাবে ভ্যাকসিন কূটনীতি, বিশ্ববাণিজ্য, জলবায়ু পরিবর্তনজনিত সংকটের মত বিষয়গুলো। করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের মত ধনী দেশগুলো একত্রে কোন বৈঠকে মিলিত হল।

Advertisement
Share.

Leave A Reply