fbpx

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিহত ৯, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

Pinterest LinkedIn Tumblr +

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় নিহত হয়েছে অন্তত নয় জন। পানিতে আটকে আছেন অনেক মানুষ। এক কিশোরেরমৃত দেহ উদ্ধার করা হয়েছে গাড়ির ভেতর থেকে। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

নিউইয়র্কে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারী বৃষ্টি ও বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় রেকর্ড ৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

স্থানীয় মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ‘ভয়াবহ বন্যায় রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠেছে। শহরের মানুষ ঐতিহাসিক আবহাওয়ার পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাবওয়ে স্টেশন ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা তলিয়ে গেছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির অনেক এলাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট।
জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউ জর্সিতেও। এই রাজ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র জানিয়েছে, ঘূর্ণিঝড়ে মুল্লিকা হিলের অন্তত ৯ টি বাড়ি ধসে পড়েছে।

এই রাজ্যেই কিয়ার্নিতে একট ভবন ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার সময় সেখানে বেশ কয়েকজন মানুষ ছিলেন। উদ্ধার অভিযান চলছে। তবে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে এখনও পরিষ্কার হওয়া যায়নি।

Share.

Leave A Reply