fbpx

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

প্রেসিডেন্ট জো বাইডেন একে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বলে উল্লেখ করেন। তিনি বলেন এই দুর্যোগ ঠেকাতে ‘ ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা দেশ বড় ধরনের বিপর্যয়ের দিকে যাচ্ছে যা ‘জীবন-মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।‘

নিউইয়র্ক ও নিউ জার্সিতে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। এখনও বন্যার পানিতে অনেক বাসিন্দা আটকা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

নিউ জার্সির গভর্নর ফিল মারফি জানান, এই রাজ্যেই অন্তত ২৩ জন মারা গেছেন। তাদের বেশির ভাগই মারা গেছেন গাড়িতে আটকা পড়ে।

নিউ ইয়র্ক শহরে দুই বছরের এক শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। পেনসিলভানিয়াতে মারা গেছে আরও পাঁচ জন। এছাড়া ফিলাডেলফিয়া, ভার্জেনিয়া থেকেও প্রাণহানীর খবর পাওয়া গেছে।

Advertisement
Share.

Leave A Reply