fbpx

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলেই বিয়ার পাবেন প্রাপ্ত বয়স্করা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা ভ্যাকসিনের এক ডোজ নিলেই বিনামূল্যে বিয়ার পাবেন প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকরা।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র্রের স্বাধীনতা দিবস। এর আগেই দেশটির ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের অন্তত এক ডোজ ভ্যাকসিন দেয়ার লক্ষমাত্রা দিয়েছে বাইডেন সরকার। সেই লক্ষ্য পূরণেই এক ডোজ টিকার জন্য প্রাপ্ত বয়স্কদের এক বোতল বিয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ।

দেশটিতে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেয়ার বিষয়ে অনিহা রয়েছে। নাগরিকদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নানা রকম আকর্ষনীয় অফার। পুরো জুন মাসকে পদক্ষেপ গ্রহণের মাস বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, চলতি মাসে যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব ভ্যাকসিন দেওয়া হবে।

বিয়ার ছাড়াও কোথাও কোথাও আর্থিক উপহারও ঘোষণা দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। কর্মচারিদের বেতনসহ ছুটিও দিচ্ছে অনেক অফিস।

যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে এরইমধ্যে ৭০ শতাংশের বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। অন্যান্য রাজ্যগুলোতেও চলতি সপ্তাহে আরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করবেন বলে আশা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement
Share.

Leave A Reply