fbpx

যুক্তরাষ্ট্রে শিথিল হতে যাচ্ছে মাস্ক ব্যবহার!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবর অনুযায়ী, ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে করোনা টিকা নেওয়া নাগরিকদের মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে অনুমতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের। অথচ, যুক্তরাষ্ট্রই প্রথম, যেখানে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য মাস্ক দিয়ে মুখ ঢাকার কথা বলা হয়েছিল।

ব্লুমবার্গের সংবাদে জানানো হয়, যেহেতু যুক্তরাষ্ট্রে এরইমধ্যে টিকা দেওয়া হয়েছে ২৩ কোটির বেশি মানুষকে, তাই এ অবস্থায় বসন্তের উষ্ণ আবহাওয়ার মধ্যে মাস্ক পরার বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরামর্শ দিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বার্তাসংস্থা সিএনএন পরিচয় প্রকাশ না করে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, খুব দ্রুতই মাস্কের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে দেশটির রোগ নিরাময় ও প্রতিরোধের জন্য পরিচালিত কেন্দ্রগুলোতে নতুন নির্দেশনা জারি করার কথা রয়েছে। সেই নির্দেশনায় যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাদের মাস্ক ছাড়া বাইরে যাওয়ার সুযোগের ঘোষণা আসতে পারে।

Advertisement
Share.

Leave A Reply